রাশিয়ার বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রতি ঝোঁক বাড়ছে এদেশের ডাক্তারি পড়তে ইচ্ছুক পড়ুয়াদের। রবিবার কলকাতার গোর্কি সদনে আয়োজিত হেল্প লাইনে এমন অনেক পড়ুয়ায় হাজির হন সে দেশে ভর্তি হওয়ার ইচ্ছে নিয়ে।
ভারত ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক বহু বছরের। দুই দেশের উচ্চশিক্ষার আদান-প্রদানের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। এদেশের ডাক্তারি পড়ুয়া ছাত্রদের ঝোঁক বাড়ছে রাশিয়ায় বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আর তাদের সহযোগিতা করতে রবিবার গোর্কি সদনে রুশ এডুকেশন এর পক্ষ থেকে হেল্প লাইন খোলা হয়। এই হেল্পলাইনে হাজির ছিলেন দু দেশের প্রতিনিধিরা। এবছর ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় বারোশো ডাক্তারি পড়ুয়া ছাত্র রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। আর বাংলা থেকে সংখ্যাটা 100 ছাড়িয়েছে। দাবি রুশ এডুকেশনের।
প্রতিবছর বহু পড়ুয়ার ডাক্তারি পড়ার ইচ্ছে থাকলেও আসন সংখ্যা কম থাকায় ভর্তির সুযোগ মেলে না দেশে। রাশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই সুযোগ মেলায় খুশি পড়ুয়ারাও।