এবার ক্ষমতার অপব্যবহারের জন্য তদন্তের মুখে অ্যাপল। রাশিয়ায় শুরু হল অ্যাপলের বিরুদ্ধে তদন্ত। রুশ কতৃক পরিচালিত ক্যাসপারস্কি ল্যাব এবার মার্কিন এই টেক জায়ান্টের বিরুদ্ধে অনৈতিক প্রতিযোগিতার অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে। আর ক্যাসপারস্কি ল্যাবের অভিযোগ যে, অ্যাপল তাদের সেইফ কিডস অ্যাপটির নতুন সংস্করণ অ্যাপ স্টোরে রাখতে দেওয়া হয়নি।যার মাধ্যে অভিভাবকরা তাদের শিশুদের ফোন এবং ট্যাব ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারতেন। আর কী এমন কারণে ক্যাসপারস্কি ল্যাবের সেইফ কিডস অ্যাপটি রাখেননি অ্যাপলে তার অপারেটিং সিস্টেমে।
তবে অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপ ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তা ঝুকিতে ফেলছিলো। যদিও ক্যাসপারস্কি ল্যাব অ্যাপলের এই বক্তব্য মানতে নারাজ। তাদের পালটা দাবি, নিজেদের প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ যাতে প্রতিযোগিতার মুখোমুখি না হয়, সে জন্য এমন করেছে তাঁরা।