গুরুতর অসুস্থ হলেন অরুন জেটলি


রবিবার,১১/০৮/২০১৯
689

গুরুতর অসুস্থ হলেন অরুন জেটলি, হাসপাতালে দেখতে গেলেন মোদী ও আমিত শাহ। ভারতীয় রাজনীতে শোকের ছায়া নেমেছিল সুষমা স্বরাজের প্রয়াণে। আর এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন দেশের প্রাক্তন অর্থমুন্ত্রী অরুন জেটলি। শুক্রবার সকালে বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তী হন দিল্লির এমসের ভেন্টিলেটরে। বিজিপির এই শীর্য নেতাকে ইতিমধ্যে হাসপাতালে দেখতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা। অরুন জেটলির স্বাস্থ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বিজেপির শীর্য নেতৃত্ব।

তবে সংবাদ সংস্থা পিটিয়াই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে আসুস্থ ছিলেন জেটলি। তিনি ডায়বেটিছের রোগী। অর্থমুন্ত্রী থাকাকালীন গত বছরে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর । সে জন্য ফেব্রুয়ারি মাসে দেশের অন্তবর্তী বাজেটে সংসদে দেখা যায়নি তাঁকে। আর সেই থেকে ততটা সক্রিয় ভাবে রাজনিতিতে আর দেখা যায়নি তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট এবং নেফ্রোলজিস্ট সহ একাধিক চিকিৎসকরা দেখছেন বলে খবর। যদিও তাঁর ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, পরিস্থিতি তেমন জটিল কিছু নয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট