অবশেষে ঠিক হল Revolt RV 400 বৈদ্যুতিক মোটরসাইকেলের লঞ্চের তারিখ


রবিবার,১১/০৮/২০১৯
1571

অবশেষে ঠিক হল Revolt RV 400 বৈদ্যুতিক মোটরসাইকেলের লঞ্চের তারিখটি। এর আগে এই Revolt RV 400 বৈদ্যুতিক মোটরসাইকেলের লঞ্চের তারিখ দু’বার স্থানান্তরিত হয়েছে। আর শেষ পর্যন্ত সংস্থা নিশ্চিত করল যে ২৮ আগস্ট Revolt RV 400 চালু করবে। এই মোটরসাইকেলের প্রি বুকিং এর জন্য এক হাজার টোকেনের ব্যবস্থা করেছে সংস্থা। গ্রাহকরা সংস্থার ওয়েবসাইটে বা অ্যামাজনে বৈদ্যুতিন বাইক বুক করতে পারবেন। এই বৈদ্যুতিন বাইকটির বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে রয়েছে একটি এলইডি হেডল্যাম্প, একটি সম্পূর্ণ ডিজিটাল উপকরণ ক্লাস্টার এবং ৪ জি সংযোগ যুক্ত।

এছাড়া বাইকটির রং এর দিক থেকে রয়েছে লাল ও কালো। এই Revolt RV 400 স্টপিং পাওয়ারটি ডিস্ক ব্রেক থেকে স্ট্যান্ডার্ড হিসাবে উভয় প্রান্তের সাথে যুক্ত ব্রেকিং সিস্টেমে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন মাসের মধ্যে দিল্লি এবং পুনে এবং পরে এনসিআর, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নাগপুর, আহমেদাবাদ এবং চেন্নাইয়ে পাওয়া যাবে এই বৈদ্যুতিন Revolt RV 400 । এই বাইকটির দাম করা হয়েছে ১ লক্ষ টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট