ঝাড়গ্রাম:- বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলোআজ ঝাড়গ্রাম স্টেডিয়ামে।উপস্থিত ছিলেন, সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি, আদিবাসী উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব আর অর্জুন,স্বামী শুভাকরানন্দ, জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা,প্রমুখ।মন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন
জেলা ওয়েবসাইট, পর্যটন কফিটেবিল পুস্তক, উদ্বোধন করেন।ঝাড়গ্রাম জেলার কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াওএকলব্য রামকৃষ্ণ মিশনের ছাত্র বাউরি টুডুআইআইটি পাটনা তে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে তাকেও পুরস্কৃত করা হয়।
এর পর রবীন্দ্র পার্কেআদিবাসী ইউথ এর আয়জিত আদিবাসী দিবস এর আরো একটি অনুষ্ঠান এর উদ্বোধন করে ফিরে যান মন্ত্রী।পাশের ঝাড়খন্ড রাজ্যে আদিবাসী রা ভালো নেই। সেখানে আদিবাসীদের জল,জঙ্গল,জমী র অধিকার আজ প্রশ্নের মুখে। নাম না করে পাশের বিজেপি শাষিত ঝাড়খন্ড রাজ্যের তীব্র সমালোচনা করেন শুভেন্দু।