জৌলুস কমেছে, বজায় রয়েছে ঐতিহ্য


রবিবার,১১/০৮/২০১৯
1142

বিদিতা ঘোষ: নদীয়া জেলার বীরনগর ভট্টাচার্য পরিবারের ঝুলন যাত্রা উৎসব শুরু হলো রবিবার থেকে। সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে এদিন সূচনা হয় এই ঝুলন উৎসবের। ভট্টাচার্য্য পরিবারের এই ঝুলন যাত্রা উৎসব ঘিরে এক সময় ছিল সাজো সাজো রব। দূরদূরান্ত থেকে আসতেন অভ্যাগতরা। শ্রীকৃষ্ণের এই ঝুলনযাত্রা ঘিরে ভট্টাচার্য্য পরিবারে আনন্দের জোয়ার বইতো। এবছর রাধাকৃষ্ণের এই ঝুলন যাত্রা উৎসব পা দিল 52 বছরে। তবে এখন আর আগের মতো সেই জৌলুস নেই। তবে পুরো মাত্রায় বজায় রয়েছে পুরনো সেই ঐতিহ্য। ভট্টাচার্য্য পরিবারের বর্তমান সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী অম্লান ভট্টাচার্য বলেন, পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের খিচুড়ি ভোগ এবং বিভিন্ন রকমের আনুষাঙ্গিক খাবার দিয়ে পুজো দেওয়া হয় ঠাকুরকে। তিনি আরও বলেন, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগের জৌলুস ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। তবে এখন আয়োজন এর সব ধরনের চেষ্টা করা হয় সব ধরনের রীতি নীতি মেনে চলা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট