মাও কবলিত গ্রামে উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি ,নেই পাকা রাস্তা


শুক্রবার,০৯/০৮/২০১৯
808

ঝাড়গ্রাম:- বাম আমল থেকে বর্তমান সরকারের আমল কোন আমলে উন্নয়নের ছিটেফোঁটার বিন্দুমাত্র পৌঁছায়নি রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিন্দুকাটা মৌজার  কন্যাডুবা গ্রামে । জঙ্গলমহল অশান্ত পর্বের সময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল কন্যাডুবা গ্রাম। রাজ্যে পালাবদলের পর ঝাড়গ্রাম জেলা জুড়ে উন্নয়নের জোয়ার বয়েগেলেও বিন্দু মাত্র উন্নয়ন হয়নি এই গ্রামে । সেই মাটির রাস্তা খানা ডোবা ভর্তি , কোথাও বা এক হাঁটু গর্ত । দেখলে মনেই হবে না রাস্তা বলে । যদিও একটি রাধানগর গ্রামপঞ্চায়ের অর্থানুকূলে একটি কালভার্ট তৈরি হয়েছে  কন্যাডুবা গ্রামের পালপাড়াতে, তা কিন্তু মৃত্যুর ফাঁদ হিসেবেই দেখাচ্ছেন গ্রামবাসীর । দেখলে মনে হবে কালভার্ট নয় যেনো কোন পাহাড় । বছরের পর বছর ধরে এই ভাবেই রাস্তার জন্য নরক যন্ত্রনা ভোগ করতে হচ্ছে কন্যাডুবা গ্রামবাসীকে ।

গ্রামবাসীদের দাবি  এলাকায় পাকার রাস্তা তৈরি করা হোক । পালপাড়ার জলভার্টটি ভেঙে পুনর্নির্মাণ করা হোক । গ্রামের বাসিন্দা রাজীব পাল বলেন , এই যন্ত্রনা ভোগ করতে পারছি না । রাস্তার যা বেহাল অবস্থা আশঙ্কাজনক অবস্থায় থাকা রুগীদের হাসপাতাল নিয়ে যাওয়া যায় না । এই ভাবে কি বাঁচা যায় । আমরাও তো মানুষ । প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমাদের গ্রামের রাস্তাটি পাকা করা হোক ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট