লোকসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূল এরাজ্যে কিছুটা খারাপ ফল করলেও তৃণমূল রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়াবে : শুভেন্দু অধিকারী


শুক্রবার,০৯/০৮/২০১৯
1128

পশ্চিম মেদিনীপুর:- লোকসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূল এরাজ্যে কিছুটা খারাপ ফল করলেও তৃণমূল রাজনৈতিক ভাবে ঘুরে দাঁড়াবে। গণতান্ত্রিক আন্দোলন এর মধ্যে দিয়েই এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
১৯৪২ এ সারা দেশের মানুষ আওয়াজ তুলেছিলেন ব্রিটিশ ভারত ছাড়ো । ২০১৮ এর ৯ আগষ্ট বিপ্লবী দের তীর্থভূমি মেদিনীপুর কলেজ ময়দানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছিলেন ‘ বিজেপি ভারত ছাড়ো ‘

২০১৯ এর সেই একই দিনে একই ময়দানে ভিড়ে ঠাসা তৃণমূল কর্মী সমর্থকদের সভায় রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু সেই আওয়াজ তুলেন ।
দেশজুড়ে বেকারত্ব , কর্মী ছাঁটাই , বিএসএনএল , রেল , নবরত্ন বেচে দেওয়ার , কৃষক বিরোধী , শ্রমিক বিরোধী কাজের জন্য কেন্দ্রের বিজেপি সরকাররের কঠোর সমালোচনা করেন।

পাশাপাশি তিনি জানান, বিজেপির শাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি । তিনিই দাবি তুলেছেন , ‘ ইভিএম নয় ব্যালট চাই ‘ । এই দাবিতে আমাদের আন্দোলন চলছে।
২০১১ সালে অত্যাচারী সিপিএমকে উৎখাত করতে তৃণমূল কোমর বেঁধে নেমেছিল । অনেক মানুষের বলিদানের মধ্যে দিয়ে রাজ্যের মানুষ পরিবর্তনের সুফল পেয়েছেন । সেই পরিস্থিতি আবার এসেছে বলে তিনি মনে করেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট