বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে তাকে যথাযথ মর্যাদায় সম্মান জানানো হলো। রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ দিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয়। নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন কলকাতা পুরসভার মহানাগরিক তথা রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতা পুরসভার চেয়ারম্যান তথা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় সহ বিশিষ্ট জনেরা।
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও এদিন শ্রদ্ধা জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর তিরোধান দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, বর্তমান প্রজন্মের মানুষ হিসাবে আফসোস হয় কেন আমরা রবীন্দ্রনাথের জীবনকালে জন্মালাম না। রবীন্দ্রনাথ আমাদের জীবনের সব জায়গায়।