দিনভর বৃষ্টি শহর কলকাতায়


শুক্রবার,০৯/০৮/২০১৯
690

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; শ্রাবনের চেনা ছবি, সারাদিন ধরে রিমঝিম বৃষ্টি হয়েই চলেছে। অবশেষে বর্ষার দেখা মিলল। ভরা শ্রাবনে সারাদিন ধরে বৃষ্টি, বুধবার রাত থেকেই কখনও বিক্ষিপ্ত, কখনও মুষলধারে, আবার কখনও ইলশে গুঁড়ি বৃষ্টিতে ভিজেছে শহর। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই  বৃষ্টি হয়েছে এদিন। দিনভর বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। দীর্ঘদিন ধরে গরমে হাপিত্যেস করছিল সাধারন মানুষ। অবশেষে স্বস্তির বৃষ্টি শহর কলকাতা সহ জেলা জুড়ে। ভরা শ্রাবনেই প্রবেশ করল বর্ষা। অবশেষে প্রতীক্ষার অবসান। বুধবার সকাল থেকেই বৃষ্টির দাপট দেখা যায় , এছাড়া জেলা থেকে শহর একই ছবি।  বৃহস্পতিবার সকাল থেকেই সারাদিন ধরে বৃষ্টি হয়েছে মহানগর জুড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট