এবার স্মার্টফোনের ব্যাটারি নিয়ে চিন্তার আর দরকার নেই কারণ, Xiaomi বাজারে নিয়ে আসতে চলেছে সোলার চার্জিং স্মার্টফোন। Xiaomi ইতিমধ্যেই সেই ফোনের নকসা এবং আরও নানাবিধ জিনিসপত্র নিয়ে World Intellectual Property Organiser বা WIPO-এর কাছে পাঠিয়েছে। স্মার্টফোনের জগতে এমন যুগান্তকারী ভাবনা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা নেননি। জানা গিয়েছে একটি স্মার্টফোনের পিছনের দিকে সোলার চার্জিং প্যানেল যুক্ত করার জন্য চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা কাজ করছে। ডায়াগ্রাম অনুযায়ী, এই ডিভাইসের ফ্রন্টে কোনও ফ্রেম থাকছে না, যাকে বলে bezel-less display। ফোনের দুই-তৃতীয়াংশ জুড়ে থাকছে photo-voltaic সোলার প্যানেল।
গ্লাস প্যানেলের ঠিক নিচেই থাকছে এই সোলার প্যানেল। আর এই বিশেষ প্যানেলের জন্যই ডিভাইসটি দেখতে খুব একটা পাতলা হবে না। Xiaomi এর তরফ থেকে জানানোহয়েছে এই ফোনে হেডফোন জ্যাক এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে না। তবে পাঞ্চ হোল ডিজাইন বা অন্য কোনও উন্নত টেকনোলজির সাহায্য নিয়ে সামনের ক্যামেরা রাখার খুবই চেষ্টা করা হচ্ছে। আর চার্জর্জিং এর ব্যাপারে Xiaomi এর এই সোলার প্যানেল ফোন কত দ্রুত ফোনে চার্জ দিতে সক্ষম হচ্ছে তা এখনও অবধি কিছুই জানা যায়নি। মার্কেটে এলে তবেই বোঝা যাবে।