এবার সোশ্যাল মিডিয়ায় নাম বদলে যাবে WhatsApp-Instagram এর


মঙ্গলবার,০৬/০৮/২০১৯
1954

এবার সোশ্যাল মিডিয়ায় নাম বদলে যাবে WhatsApp-Instagram এর, সঙ্গে যুক্ত হতে পারে Facebook। Facebook সোশ্যাল মিডিয়ায় ২০১২ সালে WhatsApp এবং ২০১৪ সালে Instagram কে বাজারে নিয়ে আসে। তার পর যত দিন যায় ততই এই প্ল্যাটফর্ম দুটি মানুষের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠতে থাকে। আর সোশ্যাল মিডিয়া জায়ান্ট এবার জনপ্রিয় এই দুই প্ল্যাটফর্মের নাম বদলে, নামের সঙ্গে Facebook নামটাও জুড়ে দিতে চাইছে। কারন Facebook এর নেটওয়ার্কিং এর মধ্যেই যাতে সংস্থার আরও দুই বাকি অ্যাপেরও মেসেজিং আনা যায়, সেদিকটায় লক্ষ্য রেখেই মূলত নামের এমনতর বদল ঘটাতে চলেছে Facebook। এই দুই সোশ্যাল মিডিয়া সাইটকে খুব শীঘ্রই Google এবং Google App Store থেকে ‘Instagram from Facebook’ এবং ‘WhatsApp from Facebook নামেই এবার ডাউনলোড করা যাবে। একটি বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী , Facebook-এর তরফ থেকে জানানো হয়েছে ‘WhatsApp এর মেসেজিং সার্ভিস আরও উন্নত করা হবে। সেই সাথে সাথে Instagram এরও মেসেজ সার্ভিস আরও ভালো করতে চাইছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট