সামনে মাসে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


মঙ্গলবার,০৬/০৮/২০১৯
2177

সামনে মাসে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অক্টোবরে ভারত সফরে আসছেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার ঢাকায় এমনই জানিয়েছেন। হাসিনা গত ডিসেম্বরের নির্বাচনে জিতে তৃতীয়বার ঢাকার মসনদে বসার পরে প্রথম বার ভারত সফর আসছেন। বিশেষজ্ঞদের একাংশের মতে যে এশিয়ার এই দুই প্রতিবেশী দেশর মধ্যে বর্তমানদিন সন্ধিক্ষনে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জানা গিয়েছে গত দশকে এই দুই দেশের মধ্যে শতাধির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এতকিছু মধেও শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে কারণ তিস্তা জলবন্টন চুক্তি ঝুলে থাকায়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চলতি অগস্ট মাসের ২০ তারিখ ঢাকা আসছেন দু’দিনের জন্য। এখানে হাসিনার আসন্ন দিল্লি সফরের কার্যসূচি নিয়ে আলোচনা করার জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট