ঝাড়গ্রাম : জঙ্গল ছেড়ে হাতি এবার গ্রামের ভিতরে, আতঙ্কে মানুষজন। জঙ্গলমহলে হাতি এটা কোনো নতুন ঘটনা নয়, জঙ্গলে হাতিদের পর্যাপ্ত খাবার না পেয়ে খাবারের খোঁজে তারা গ্রামে ঢুকে বাড়ি ভেঙ্গে ধান খায়। কিন্তু এবার একটি ফলের ও একটি ভুসিমাল দোকান ভেঙ্গে তছনছ করলো একটি হাতি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়া গ্রাম পঞ্চায়েতের ঘুটিয়া গ্রামে। শোনা যাচ্ছে, ওই এলাকায় গত কয়েকদিন ধরে ২২টি হাতির দল রয়েছে। তারমধ্যে একটি হাতি দলছুট হয়ে পড়ে। ওই দলছুট হাতিটি এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে আছেন ঘুটিয়া গ্রামের গ্রামবাসীরা।
জঙ্গল ছেড়ে হাতি এবার গ্রামের ভিতরে, আতঙ্কে মানুষজন
মঙ্গলবার,০৬/০৮/২০১৯
1185