বাটা ইন্ডিয়া তরফ থেকে ৭০টি নয়া ফ্র্যানচাইজি বিপণি খোলার সিদ্ধান্ত


সোমবার,০৫/০৮/২০১৯
954

এবার বাটা ইন্ডিয়া তরফ থেকে ৭০টি নয়া ফ্র্যানচাইজি বিপণি খোলার সিদ্ধান্ত। ভারতী বাজারে বাটা ইন্ডিয়া চলতি বছরে নিজস্ব ৭০টি বিপণি খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংস্থাটি আগামী পাঁচ বছরে ৫০০টি ফ্র্যানচাইজি বিপণি খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় সংস্থার চেয়ারম্যান উদয় খান্না বলেন, ছোট শহর ও গ্রামাঞ্চলে ব্যবসা সম্প্রসারণের জন্য ফ্র্যানচাইজি অথবা হোলসেলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাটা ইন্ডিয়া। তিনি আরও বললেন যে, প্রত্যেক বর্ষে আমাদের ১০০টি নিজস্ব বিপণি খোলার পরিকল্পনা থাকে। এবং যে সমস্ত রিটেলার গুলি অলাভজনক আমরা তাদের বন্ধ করে থাকি।

আর এমনটাই হবে চলতি বছরে যেখানে ৭০টি নয়া বিপণি নিট ভিত্তিতে যোগ হবে। বাটা ইন্ডিয়া চিফ এগজিকিউটিভ অফিসার সন্দীপ কাটারিয়া বলেন, বর্তমানে সারা দেশে দেড় হাজার বিপণি এবং ১৫০টি ফ্র্যানচাইজি পরিচালিত দোকান রয়েছে। আর এবার আমরা যে পরিকল্পনা নিয়েছি সেটা হল পাঁচ বছরের ৫০০টি ফ্র্যানচাইজি পরিচালিত বিপণি খোলার লক্ষ্যমাত্রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট