এবার জম্মু ও কাশ্মীরে দীর্ঘ দিন ধরে চলেআসা বিশেষ মর্যাদা সম্পন্য সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা প্রত্যাহার


সোমবার,০৫/০৮/২০১৯
2201

জম্মু ও কাশ্মীর: এবার জম্মু ও কাশ্মীরে দীর্ঘ দিন ধরে চলেআসা বিশেষ মর্যাদা সম্পন্য সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা প্রত্যাহারের প্রস্তাব দিলেন কেন্দ্র সরকার। উত্তাপ, উদ্বেগের মধ্যেই কাশ্মীর পুনর্গঠন প্রস্তাবিত বিল রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করলেন। এছাড়াও ৩৫-এ ধারা অনুযায়ী রাজ্যে স্থায়ী বাসিন্দারা নির্বাচনে যে অধিকার বিধানসভা পায়, তাও বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, শুধু তাই নয় প্রস্তাবিত নয়া বিল সংসদে পেশ হওয়ার পর তাতে রাষ্ট্রপতি সই করেছেন। তাই অমিত শাহর এই বক্তব্যে রাজ্যসভায় শুরু হয় তুমুল হইচই।

কেন্দ্র সরকার যে নতুন করে কাশ্মীর গড়তে নয়া বিলে যে নির্দেশ দিলেন তার মধ্যে বিশেষ মর্যাদা দিক থেকে জম্মু ও কাশ্মীরের নাম বাতিল করা হবে, স্থায়ী বাসিন্দা সংক্রান্ত ৩৫-এ ধারাও খারিজ করা হবে। এছাড়াও আরও বলা হয়েছে বিধানসভা থাকলেও, কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়বে লাদাখও,তবে এখানে বিধানসভা থাকবে না। আজ রাজ্যসভায় এমনি রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান অমিত শাহ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট