এবার ভদোদারার জলমগ্ন রাস্তায় কুমিরের ছায়া, হাড়হিম শহরবাসীর। গুজরাটের বেশ কিছু জায়গা বৃষ্টিতে একেবারে জলমগ্ন। খুব অসুবিধার মধ্যে জীবন যাপন করতে হচ্ছে গুজরাটের নানান জায়গার আম আদমিকে। কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল ভদোদারার জলমগ্ন রাস্তায় আস্ত কুমির ঢুকে পড়েছে । আর তখন থেকে আসাতে শুরু করে ভদোদারার জলমগ্ন নানান জায়গায় বেশ কিছু কুমির। সে এসে রীতিমতো ভয়ও দেখাচ্ছে পথকুকুরদের। গত বুধবারের পর শনিবার ফের দেখা মেলে কুমিরের।
বহু চেষ্টার পরে শেষমেশ বন দফতর এবং NDRF এর তৎপরতায় উদ্ধার করা হয় এই বিশালাকার কুমিরটিকে। খবর পাওয়া গেছে, এই বিশালাকার কুমিরটিকে উদ্ধার করার পরবর্তী সময়ে ভদসর এলাকার এর একটি সোসাইটিতে এক ব্যক্তির বাড়ির গেটের সামনে থেকে ১০ ফুটের একটি কুমির উদ্ধার করা হয়।