লিফটে গলায় দড়ি আটকে যাওয়া ভাইয়ের মৃত্যুর কবল থেকে বাঁচাল তারই দিদি। মৃত্যুর সঙ্গে লড়াই করা এইপাঁচ বছরের ছোট্ট ভাইকে বাঁচাল বয়সে খুবই ছোট দিদি। আর এই ঘটনাটি ঘটেছে ইস্তানবুলের তুর্কিতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এলিভেটরে ছোট্ট ভাইটি তার আর এক বন্ধুর সঙ্গে ঢুকছে। সঙ্গে রয়েছে তার সেই দিদিও। এলিভেটরের দরজা বন্ধ হতেই দড়িটি আটকে যাচ্ছে দরজায়। আর তারপরেই হুট করে দড়িটি আটকে যাচ্ছে ওই একরত্তির গলায়। এতটাই জোড়ে তার গলায় আটকে যাচ্ছে যে, শেষমেশ সেই দড়ি একরত্তির গলায় লেগে ছিটকে তাকে দরজা অবধি নিয়ে যাচ্ছে। আর সে তখন দড়িতে ঝুলছে। এমনি অবস্থাতে তারি ছোটো দিদি দৌরে লিফটের অন্দরে ভাইকে বাঁচাতে ছোটে। সে ভাইকে বাঁচিয়ে নিরাপদে গলা থেকে দড়ি বের করছে।
লিফটে গলায় দড়ি আটকে যাওয়া ভাইয়ের মৃত্যুর কবল থেকে বাঁচাল তারই দিদি
রবিবার,০৪/০৮/২০১৯
1376