ঝাড়গাম জেলা কোর কমিটির বৈঠকের শুভেন্দু অধিকারী


শনিবার,০৩/০৮/২০১৯
989

ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার কোর কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন মাননীয় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আজকের এই কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদের সভাপতি, জেলা কমিটির সদস্য বৃন্দ। এছাড়াও ঝাড়গ্রামের সমস্ত নেতানেত্রীবৃন্দ। ঝাড়গ্রামের ফরেস্টের হলে এদিন কোর কমিটির মিটিং হয়। শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমরা নেত্রীর যে কর্মসূচী এবং যে ক্যাম্পইন চলছে সেগুলো আরও জোরদার করার কথা বলা হয়েছে। বিজেপি এক লক্ষ সদস্য পদ গ্রহণ করেছে এই কদিনে তার প্রেক্ষিতে তিনি বলেন, বিজেপি আগে বলেছিল তারা নাকি দুই লক্ষের বেশি ভোটে জিতবে, কিন্তু তারা মাত্র এগারো হাজার ভোটে জিতেছে, ওরা অনেক কিছু দাবি করে কিন্তু সেই দাবির সঙ্গে বাস্তবের কতোটা মিল আছে সেটা ভবিষ্যতেই বলবে। তিনি বলেন, জঙ্গলমহলে শান্তি এবং উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন, 2004 সালের পর থেকে জঙ্গলমহলে কেউ আসে নি, 2010 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষকে দেখেছেন জঙ্গলমহলের মানুষ তার সঙ্গেই আছেন।

https://youtu.be/2csg4Oz8i7Y

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট