গোপীবল্লভপুরে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম প্রায় ২০ জন


শনিবার,০৩/০৮/২০১৯
750

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। জখম প্রায় ২০ জন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে বাস দুর্ঘটনা ঘটে। ২০ জন গুরুতর জখম। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তাঁদের সকলকে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সকালে ব্যস্ত কাজের সময় এমনই ঘটনায় প্রানে বেঁচে গেলেও আহত হয়েছেন প্রায় ৩৫ জন। যাত্রীদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। বাসের মধ্যে থাকা এক যাত্রী সুকান্ত বেরা জানান, ধুমসাই থেকে ঝাড়গ্রামে আসা বাসের মধ্যে আমি বসেছিলাম। গোপীবল্লভপুর পেরিয়ে বেলিয়াবেড়া থানার কানপুর ভাববাচক নামক জায়গায় হঠাৎ বাসের চালক মাঝ বয়সী অসুস্থ বোধ করেন।প্রচুর ঘাম দিতে থাকে এবং অস্বস্তি বােধ করতে থাকে। রাস্তার মাঝে বাসটি দাঁড় করিয়ে ঝুঁকে পড়েন স্টিয়ারিংয়ে। ছুটে আসেন কন্ডাক্টর ও হেল্পার। চালককে জল দেওয়া হয়। কিছুটা জল খান তিনি এবং চোখে চোখে জলের ঝাপটা দিন। মিনিট খানেকের মধ্যে সুস্থ বোধ করার পর আবার গাড়ি চালাতে শুরু করার জন্য এক্সিলেটারে পা দিয়েই ঝুঁকে স্টিয়ারিংয়ের ওপর পড়ে যান চালক। এরপরই অনিয়ন্ত্রিত বাসটি নেমে যায় ধানের জমিতে তার পরই উল্টে যায়।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট