নিজস্ব প্রতিবেদন; আজ থেকে শুরু হচ্ছে ভারতের ক্যারিবিয়ান সফর। বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। বিরাটের নেতৃত্বে আজ মাঠে নামছে বিরাটের ভারত। শুক্রবার অনুশীলনে নেমে পরেছিল ভারতীয় দল। ইতিমধ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে তারা,। ভারতীয় দলে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে একঝাক তরুন ক্রিকেটার। আজ তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এছাড়া তাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালি। তবে ভারতীয় ব্যাটিংয়ের বড় ভরসা রহিত শর্মা, চোট সারিয়ে ফেরা শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। সবমিলিয়ে এক অসাধারন ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।