RBI-কে জেরা করল হাইকোর্ট


শনিবার,০৩/০৮/২০১৯
824

বর্তমানে নোট ও কয়েনের ডিজাইনে যে আমুল পরিবর্তন হচ্ছে তা নিয়ে RBI-কে জেরা করল হাইকোর্ট। দেখা গেছে যে এক সময় ১০ টাকা ,কখনও বা ২০টাকা, ৫০টাকা, আবার ১০০টাকা, ২০০টাকা মধ্যে পরিবর্তন হয়ে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিগত কয়েক বছরে একের পর এক নতুন নোট বাজারে নিয়ে এসেছে। শীর্ষ ব্যাংকর এই একাধিক বার নতুন ডিজাইনের নোট প্রকাশ করা নিয়ে এবার বম্বে (মুম্বই) হাইকোর্ট প্রশ্ন করল। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রদীপ নন্দরাজোগ এক মামলার শুনানি চলাকলীন RBI-এর কাছে এই বিষয়ে জবাবদিহি চেয়েছেন।

বম্বে হাইকোর্ট আরও জানিয়েছে, বিশ্বের অন্য কোনও দেশ এত ঘনঘন নোট-কয়েন পরিবর্তন করে না। জবাব দিতে RBI-কে ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর জানতে চাওয়া হয়েছে, কী কারণে নোটের ডিজাইন ও সাইজ বারবার পরিবর্তন করা হচ্ছে। NAB দৃষ্টিহীনদের সর্বভারতীয় সংগঠন এর অভিযোগ, RBI-এর নতুন নোট ও কয়েন ব্যবহার করতে অসুবিধা হচ্ছে দৃষ্টিহীনদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট