ইউজারদের সুরক্ষায় নতুন করে সাজতে চাই Google Pay


শুক্রবার,০২/০৮/২০১৯
1224

বর্তমান বিশ্বে সাইবার ক্রাইমের কুনজর থেকে বাঁচতে, ইউজারদের সুরক্ষায় নতুন করে সাজতে চাই Google Pay । বিশ্বে Google Pay অনলাইন মানি ট্রান্সফারে আরও সুরক্ষিত করতে চলেছে এই জায়ান্ট সার্চ ইঞ্জিন। Google Pay-এর প্রডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর অম্বরিশ কেংঘে বলছেন স্ক্যাম থেকে মানুষকে বাঁচাতে Google Pay-এর তরফে নিয়ে আসা হচ্ছে SafetyNet ফিচার। Google Pay-এর প্রডাক্ট ম্যানেজমেন্টের ডিরেক্টরা মনে করেন যে, ইউজারা আমাদের বিশ্বাস করেই তাঁদের প্রয়োজনীয় অর্থ আমাদের কাছে রাখতে এগিয়ে আসছেন।

সেই ইউজারদের অর্থ আরও সুরক্ষিত রাখতে Google Pay বেশ কিছু নতুন-নতুন সুবিধা নিয়ে আসছে। তবে Google Pay এই মুহুর্তে machine learning based scam prevention মডেল ব্যবহার করছে। সাইবার ক্রাইম মানে কোনও অসাধু ব্যক্তি, গ্রাহকের ব্যক্তিগত তথ্য, সর্বোপরি অর্থ হাতিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আগে থেকেই অ্যালার্ট আসবে ওই গ্রাহকের মোবাইলে। যার প্রতিটি পদক্ষেপ ইউজার কাছে Google Pay মেসেজের মাধ্যমে পৌঁছে দেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট