বিশ্বকাপের পর ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটে শক্তিশালি দল হিসাবে পরিচিত। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ।এই সিরিজ থেকেই টেস্টে ক্রিকেটারদের সাদা জার্সিতেও লেখা থাকবে খেলোয়াড়দের নাম এবং নম্বর। অভিনবত্বের ছোঁয়া রয়েছে এই টেস্টে। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিল অজি শিবির। তারা এবার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে, অস্ট্রেলিয়াও হাজির হয়েছে পুরো শক্তির দল নিয়ে। সবমিলিয়ে বলা যায় ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
931
বাংলা এক্সপ্রেস---