আজই লঞ্চ করছে ভারতীয় বায়ুসেনার নিজস্ব মোবাইল গেম


বৃহস্পতিবার,০১/০৮/২০১৯
1151

আজই লঞ্চ করছে ভারতীয় বায়ুসেনার নিজস্ব মোবাইল গেম। ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে বায়ুসেনার মোবাইল গেম কী কী থাকবে এই গেমের মধ্যে। ভারতীয় বায়ুসেনাকে যারা ভালোবাসেন তাদের জন্য রয়েছে সুখবর যে অ্যান্ড্রয়েড ও iOS স্মার্টফোনে খেলা যাবে IAF-এর তৈরি এই বিশেষ গেম। ভারতীয় বায়ুসেনার প্রধান বি এস ধানোয়া বুধবার গেমটি লঞ্চ করেছেন। তবে গত ২০ জুলাই গেমটির টিজার লঞ্চ করেছিল IAF। যা ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এই মোবাইল গেমের মধ্যে থাকছে ইউজারদের কাছে বায়ুসেনাদের বিমানের মতোই কন্ট্রোল অপারেশনের সুযোগ।

এছাড়াও ইউজাররা অ্যান্টি এয়ারক্র্যাফ্ট বন্দুকের মাধ্যমে শত্রুর বিমান ধ্বংস করতে হবে। এছাড়াও সুখোই, এমআই-১৭ হেলিকপ্টার, মিগ-২১ বাইসনের মতো যুদ্ধবিমানও ব্যবহার করতে পারেবন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট