পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবার কেশপুরে সভা করে রাজ্য সরকারকে ভিখারি বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্র্রী ভারতী ঘোষ | তিনি এদিন কেশপুরের শাঁখপুর গ্রামের মানুষের সঙ্গে দেখা করতে আসেন তিনি | গ্রামের মানুষের সঙ্গে মিশে কাদা পেরিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান | ছোট শিশুদের কোলে তুলে নেন | আদর করেন | বড়দের প্রণাম করে তারা কেমন আছেন তা জনাতে চান | বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলেন | তাঁদের কি কি সমস্যা তা জানতে চান |
সভায় বলেন , এখানে রোজ মোদীজি আসবেন | অমিত শাহ আসবেন | আপনাদের হাত খুলে দেবেন | চাইতে হবে না | এখানে একটা রাজ্য সরকার চলছে যারা সকাল বিকেল কেন্দ্রের সঙ্গে মারামারি , কাটাকাটি করছে |
পরক্ষনেই মমতার নেতৃত্বে চলা রাজ্য সরকারকে ভিখেরির সরকার বলে কটাক্ষ করেন | তাঁকে বলতে শোনা যায় , এই রাজ্য সরকারের কিছু দেওয়ার ক্ষমতা নেই | ভিখেরি সরকার | একটা ভিখেরির চাইলে যেমন কিছু দেওয়ার সামর্থ্য নেই ঠিক তেমনই রাজ্য সরকার | শুধু মিখ্যে বুলি আওড়াচ্ছে | শুধু চমকানি | ধমকানি | মিথ্যে মামলা দেওয়ার ক্ষমতা আছে | দিনরাত শুধু চিন্তা করছে মানুষকে কিকরে বোকা বানানো যায় | বিরোধীদের কি করে জেলে পোরা যায় |
কোনো সময় হেল্পলাইন , কোনো সময় প্রশান্ত কিশোর , কখনো দিদিকে বলো | কিছুই কাজে আসবে না | কারন দিদিমনির যাওয়ার সময় এসে গেছে |মানুষকে বোকা ভাববেন না | এটাই আপনার সবথেকে বড় বোকামি | একটা গ্রাম থেকে পুলিশ নিরাপরাধ মানুষকে তুলে নিয়ে যাচ্ছে বাকিরা সকলে দেখছে | এরপরও আপনি ভাবেন মানুষ কিছুই বুঝছে না | আপনার সময় ফুরিয়ে এসেছে | কেশপুরের মানুষকে বলব সবাই ১ টাকা করে দেবেন | আমরা ওনাকে ট্রেন বা প্লেনের টিকিটের টাকা দিয়ে দেব | উনি যেখানে খুশি চলে যাবেন | বাংলায় ওনার ঠাঁই নেই |
শাঁখপুর গ্ৰাম, ১০ নং অঞ্চল। শেখ নাজির হোসেন এর বাড়ী তে খাওয়া দাওয়া করেন। আর এলাকার সবচেয়ে প্রবীণ ডানপন্থী মানুষ ফাইজুর রহমান এর সাক্ষাৎ করেন। তার পর এলাকায় মানুষের কাছ থেকে নানা অভাব অভিযোগ শোনেন শাসক দলের বিরুদ্ধে।