শিশু উদ্যানে আর ধূমপান নয়


মঙ্গলবার,৩০/০৭/২০১৯
806

কলকাতা : ধূমপানের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পুরসভা। একদিকে ধূমপানের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতাবোধ বাড়ানো এবং অন্যদিকে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে শহরে ধূমপানমুক্ত জোন বাড়ানোর লক্ষ্য পুর কর্তাদের। কোন শিশু উদ্যানে ধূমপান করা যাবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম পর্বে বেছে নেওয়া হয়েছে দক্ষিন কলকাতার দেশপ্রিয় পার্কের শিশু উদ্যানকে।

কলকাতা পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই এই শিশু উদ্যানে লাগিয়ে দেওয়া হয়েছে নোটিশ। ঝুলিয়ে দেওয়া হয়েছে পোস্টারও। বড় বড় হরফে লিখে দেওয়া হয়েছে, ধূমপান মুক্ত এলাকা, এখানে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশীষ কুমার বলেন, সাধারণ মানুষের সচেতনতা বোধের মধ্য দিয়েই শিশু উদ্যানে ধূমপান বন্ধ হবে।
বাড়ছে জনসংখ্যা। সেই সঙ্গে

বাড়ছে যানবাহনের সংখ্যা। ইট-কাঠের জঙ্গলে আমাদের প্রিয় মহানগরীর মাথা ঢেকেছে। প্রাণভরে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গার আজ বড়ই অভাব। শিশুদের উদ্যান গুলিও কোন ছার। এমন সন্ধিক্ষণে কলকাতা পুরসভার এমন পদক্ষেপকে কুর্ণিশ জানাচ্ছেন নগরবাসী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট