বাড়িতে কারেন্টের কাজ করতে গিয়ে শক লেগে মৃত্যু শিক্ষকের।শোকের ছায়া


সোমবার,২৯/০৭/২০১৯
697

পশ্চিম মেদিনীপুর:- নতুন বাড়িতে কাজ করার সময় পাম্পে জল তুলতে গিয়ে কারেন্টের শক লেগে পুকুরে পড়েই মৃত্যু হয় ওই শিক্ষকের।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের চরাড় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন।বাড়ি সাঁকরাইলের চরাড় গ্রামে।বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়েই থাকতেন।নতুন বাড়িতে কাজ করার সময় পাম্প লাগাতে গিয়ে শক লেগে পুকুরে পড়ে যায়।কেশিয়াড়ি থানায় আনা হলে মৃত বলে ঘোষনা করে।
বিদ্যালয়ের হেড স্যারের টেবিলে দেখা যাবে না স্যারকে।সাইকেল নিয়েও গ্রামের স্কুলে পড়াতে যাবেনা সবার প্রিয় শিবু স্যার।ঝাড়গ্রাম-মেদিনীপুরের বর্ডারে সেই গ্রাম চরাড়।শিক্ষকের মৃত্যু তে শোকস্তব্ধ গোটা গ্রাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট