কলকাতা : বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ রসা রোডের বাসিন্দা শুক্লা ভট্টাচার্য স্নান করতে যান মিনিট পাঁচেক পর বেরিয়ে এসে দেখেন, তাঁর ঘরের ছোট আলমারিটির লক খোলা। তাড়াতাড়ি তিনি আলমারিটি খুলে দেখেন, গয়নার বটুয়া ব্যাগটি তার লকারে নেই। তার ছেলে অমিত তিনতলায় ছিল তিনি ছেলেকে ডেকে বিষয়টি জানান। পরে গয়না চুরি নিয়ে লিখিত অভিযোগ করেন যাদবপুর থানায়। অভিযোগ করার সঙ্গে সঙ্গে যাদবপুর থানার পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে যায়।প্রশ্ন হল, শুক্লা বাড়িতে প্রায় ষাট ভরি সোনার গয়না কেন রেখেছিলেন ? ‘আমার মা ও শাশুড়ি মিলে যে সব গয়না দিয়েছিলেন, সেগুলোও এর মধ্যে আছে’ বলে জানিয়েছেন শুক্লা। তাছাড়া পরে ছেলে ও স্বামী কিছু গয়না গড়িয়ে দিয়েছে। অমিত জানিয়েছেন, তিনি জানেনই না মায়ের কাছে কত গয়না আছে।। তবে গয়না কিনে দিয়েছেন বলে জানালেন তিনি। শুক্লা পুলিশকে জানিয়েছেন স্নান করতে গিয়ে আলমারি খোলার কোনও শব্দ তার কানে আসেনি। অমিতকে পুলিশ সন্দেহ করছে। পুলিশের দাবি এধরনের ঘটনা শহরে আগেও ঘটেছে ।
যাদবপুরের রসা রোডে একটি বাড়ি থেকে চুরি গেল প্রায় ষাট ভরি সোনার গয়না
শনিবার,২৭/০৭/২০১৯
1556