পশ্চিম মেদিনীপুর:- ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার এই রাজ্যে যে সমস্ত শিল্প চালু করতে পেরেছে তার মধ্যে জলাভূমি বোঝানো শিল্প অন্যতম বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে সদস্য সংগ্রহ অভিযানে এসে ঠিক এই ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সম্পাদক। সায়ন্তন বসু বলেন, প্রোমোটারদের স্বার্থে রাজারহাট বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জলাভূমি ভরাট করে পরিবেশের বারোটা বাজানো হচ্ছেl বিজেপি এই সমস্ত বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরবে বলে তিনি এদিন দাবি করেন ।
জলাভূমি ভরাট তৃণমূল সরকারের অন্যতম শিল্প বলে কটাক্ষ সায়ন্তনের
শনিবার,২৭/০৭/২০১৯
686