পেপার ডে পালন হচ্ছে এখন গোটা দেশ জুড়ে


শনিবার,২৭/০৭/২০১৯
695

কলকাতা : পরিবেশের বিরুদ্ধে কাগজ নয়। এই বার্তাকে পৌঁছে দিতে পেপার ডে পালন হচ্ছে এখন গোটা দেশ জুড়ে। পেপার ডে হিসাবে বেছে নেওয়া হয়েছে ১ আগস্ট কে। ওই দিনকে সামনে রেখে নানা সচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়েছে এ রাজ্যেও। ক্যালকাটা পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শনিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সংগঠনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় ইউজ পেপার সেভ প্লান্ট। তবুও সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে বলে এদিন মন্তব্য করেন ক্যালকাটা পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি গোপাল সাহা।

পেপার উৎপাদনে খুব বেশি গাছের প্রয়োজন হয় না বলেই এদিন সাংবাদিক সম্মেলনে জানান ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফর তারা। কাগজ চলি একটা রিসাইকেলিং প্রসেস বলে জানান তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট