PUBG Lite শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য


শনিবার,২৭/০৭/২০১৯
1004

এবার এদেশে আসলো PUBG Lite শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য। PUBG এবার ভারতী বাজারে আনতে চলেছে PUBG Lite ভার্সন। প্রথমে PUBG এর Beta ভার্সন লঞ্চ করে করা হয়েছিল কম্পিউটার ইউজারদের জন্য কিন্তু তার এক মাস পরেই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য লঞ্চ করা হল PUBG Lite ভার্সন। যা কমদামি স্মার্টফোন ইউজারদের জন্যই লঞ্চ করা হল। PUBG হল দক্ষিণ কোরিয়ার এক সংস্থার তৈরি যার পুরোনাম হল প্লেয়ার্স আননোন ‌ব্যাটলগ্রাউন্ড, সংক্ষেপে PUBG।

যা ভারতীয় অ্যান্ড্রয়েড ইউজাররা Google Play Store থেকে ফ্রিতে PUBG Lite ডাউনলোড করে খেলতে পারবে। PUBG-র প্রস্তুতকারক সংস্থা Tencect-এর তরফে জানানো হয়েছে, গেমটি ইনস্টলে মোট 400mb জায়গা খরচ হবে। যদিও ব্যবহারকারীদের একাংশের মতে, 400 নয় মোট 491mb জায়গা লাগবে ইনস্টলে।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট