ঝাড়গ্রাম:- রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করছে। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কর্মসূচি ঘোষণা করেন। পেট্রোল পাম্প, নোটবন্দি ও কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্প থেকে বিজেপি নেতারা কত কাটমানি নিয়েছে তারও তদন্তের দাবি করেন। শুক্রবার ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুরে মিছিল করলো ব্লক তৃণমূল কংগ্রেস। কয়েক হাজার কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান।এই মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্ম্মু নয়াগ্রামের ব্লক সভাপতি উজ্বল দত্ত ঝাড়গ্রাম জেলার তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি সহ কয়েক হাজার কর্মী সমর্থক।
ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে তৃণমূল কংগ্রেসের মিছিল গোপিবল্লভপুরে
শনিবার,২৭/০৭/২০১৯
613