কেশপুরের আনন্দপুরে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ,দুপক্ষের ১৪ জন আহত


শনিবার,২৭/০৭/২০১৯
566

পশ্চিম মেদিনীপুর:- কেশপুরের আনন্দপুরে শুক্রবার তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে | এতে দুপক্ষের ১৪ জন আহত হয়েছেন | এরমধ্যে ৪ তৃণমূল কর্মী রয়েছেন | একমাস আগে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের পর গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান তৃণমূল কর্মী নাসির খাঁ | শুক্রবার আনন্দপুরের রাজারডাঙা গ্রামে বাড়ি ফিরে আসেন | এসময় বিজেপি কর্মীরা তাঁর বাড়ি ঘিরে ফেলে | তাঁদের অভিযোগ , এক বিজেপি কর্মীকে গুরুতর ভাবে জখম করে এলাকা ছাড়া হন ওই তৃণমূল কর্মী | তাঁকে মারধর করা হয় | এসময় দুপক্ষের সংঘর্ষ বাধে | তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ছেলে বাদশা খাঁ , জামাই আকবর আলী , এক আত্মীয়া সামিরা বিবি | তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় | সংঘর্ষে বিজেপি কর্মী সমর্থকরাও আহত হন |
সংঘর্ষের পর বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে যায় |

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট