পশ্চিম মেদিনীপুর:– উঠতে চলেছে মেদিনীপুর আদালতে চলা আইনজীবী দের ধর্মঘট ও কর্মবিরতি। টানা ২৫ দিন ধরে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছিল তাঁরা। শুক্রবার মেদিনীপুর আদালতে র সামনে তাঁরা একটি কনভেনশন করে। এতে সর্ব স্তরের মানুষকে তাঁরা আহবান জানান। সেখানে তাঁরা বিভিন্ন সমস্যার পাশাপাশি অন্যায় ভাবে খড়গপুর মহকুমার আদালত স্থানান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এদিন মেদিনীপুর বার এসোসিয়েশনের সম্পাদক অলোক মন্ডল , মৃনাল চৌধুরী, তীর্থঙ্কর ভকত সহ সমস্ত আইনজীবী ও ল ক্লার্ক রা কনভেনশন এ অংশ নেন। তাঁরা নিজেদের ৮ দফা দাবিতে অনড় থাকেন।
তাঁরা আশ্বাস দিয়ে বলেছেন সোমবার থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক ভাবে হবে। মানুষের স্বার্থেই তাঁরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
উঠতে চলেছে মেদিনীপুর আদালতে চলা আইনজীবী দের ধর্মঘট ও কর্মবিরতি
শনিবার,২৭/০৭/২০১৯
563