অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণ বঙ্গে


শুক্রবার,২৬/০৭/২০১৯
854

আষাঢ় – শ্রাবণ বর্ষাকাল এই সত্য কথাটা আজকের দিনে আর কি ঠিক? এই প্রশ্ন আপামোর বাঙালির মনে ।এই বছরের মধ্যে আষাঢ় মাস পেরিয়ে গেলেও বর্ষার দেখা মিলছিল না দক্ষিণ বঙ্গে ।যদিও উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় বন্যার প্রকোপ দেখা যায় ইতিমধ্যেই ।কিন্তু দক্ষিণ বঙ্গে বর্ষার দেখা মিলছিল না কিছুতেই ।কিন্তু আজ শুক্রবার সকালে, দুপুর ও বিকালের দিকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয় ।অবশেষে দক্ষিণ বঙ্গের মানুষের জন্য স্বস্তি এনে দেয় এই বৃষ্টি ।বিশেষ করে কৃষকরা আমন ধান চারা লাগাতে পারছিল না জলের অভাবে ।তাই দক্ষিণ বঙ্গের চাষিদের মনে দেরীতে হলেও খুশির ছোঁয়া । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এই বৃষ্টি দক্ষিণ বঙ্গে বর্ষা কালের আগমন বার্তা বহন করে নিয়ে আসছে, যেটা কিনা এতদিন পর আগত হয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট