এমবুটারি কারখানা আড়ালে ক্যানিংয়ে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার প্রচুর অস্ত্র


শুক্রবার,২৬/০৭/২০১৯
762

বারুইপুরঃ ক্যানিংয়ে অস্ত্র কারখার হদিস পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার আমতলা শেখপাড়া থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় অস্ত্র কারখানা। গোপনসূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপের তদন্তকারী আধিকারিকরা আবু সিদ্দিক লস্করের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার হদিস পান। সেখান থেকে বারোটি ওয়ান শাটার, পাঁচটি লং রেঞ্জ পাইপগান সহ মোট উনিশটি বন্দুক ও বাইশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম ও উদ্ধার করে পুলিশ।

https://youtu.be/t-dsif4cD0Y

পুলিশ সূত্রে খবর বছর তিনেক আগে একবার অভিযুক্ত আবু সিদ্দিক লস্কর ওরফে ঘোড়া সিদ্দিককে এই অস্ত্র তৈরির কাজ থেকে অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করেছিল। ক্যানিং থানার পুলিশ এ বিষয়ে এক বছরের বেশি জেল খাটে । জেল খাটার পর সম্পত্তি ছাড়া পেয়ে নতুন করে আবার অস্ত্র কারখানা শুরু করে ।

https://youtu.be/hNe3WWXVPA8

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট