নিজস্ব প্রতিবেদন ; নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার এবং কাল, শনিবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে তৈরি হওয়া একটি নিম্নচাপ। আজ, শুক্রবার এই নিম্নচাপ আরও স্পষ্ট ও জোরালো হবে বলে আশা আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের কারণে আজ-কাল হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এতদিন ধরে তীব্র অস্বস্তিকর গরমে নাজেহাল হয়ে উঠেছিল সাধারন মানুষের। তবে নিন্নচাপের প্রভাবে বৃষ্টির খবর কিছুটা হলেও স্বস্তি দেবে আমজনতার তা বলার অপেক্ষা রাখে না। খাতায় কলমে শ্রাবন মাস এলেও বৃষ্টির দেখে মিলছিল না এতদিন। তবে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হাল্কা বৃষ্টিপাত হয়। চলতি মরসুমে পর্জাপ্ত বৃষ্টি না হওয়ার কারনে চাষের ক্ষতির আশঙ্কা করেছিলেন কৃষকরা। স্বাভাবিক ভাবে নিন্নচাপের কারনে বৃষ্টি হলে স্বস্তি মিলবে কৃষকদের। নিন্নচাপের প্রভাবে আজ ও কাল বৃষ্টির পুর্ভাবাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার,২৬/০৭/২০১৯
718
বাংলা এক্সপ্রেস---