“ব্যাংকে” কাজকর্মে বাংলা ভাষার দাবিতে বাংলা পক্ষ


বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
903

কলকাতা: এ রাজ্যের প্রতিটি ব্যাংকের শাখায় বাংলায় ফর্মের দাবিতে আন্দোলনে নামল বাংলা পক্ষ। এদিন কলকাতায় স্টেট ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সংগঠিত করেন বাংলা পক্ষের সদস্যরা। তারা দাবি জানান বাংলায় পরিষেবা দিতে হবে প্রতিটি ব্যাংকের শাখা কে। হিন্দী ও ইংরেজী চাপিয়ে দেওয়া চলবে না বলে দাবি জানান তারা। বাংলা পক্ষের পক্ষ থেকে এদিন দাবি করা হয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে বাংলায় থাকা প্রত্যেকটি ব্যাংকের সব ফর্মে বাংলা থাকাটা বাধ্যতামূলক। কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়। আর সেই নায্য দাবী জানাতে গিয়ে হেনস্তা হতে হচ্ছে বলে অভিযোগ সংগঠনের সদস্যদের।

বাংলা পক্ষের অভিযোগ স্টেট ব্যাংকের বাগডোগরা শাখায় বাংলায় ফর্মের দাবি জানিয়ে হেনস্তার শিকার হন কৌশিক সরকার। তাকে পুলিশ দিয়ে আটক করানো হয় বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে সোচ্চার হয়েছে এই সংগঠন। এদিন স্টেট ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটেশন জমা দেন বাংলা পক্ষর সদস্যরা।

https://youtu.be/jVQVla6OngA

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট