ঝাড়গ্রাম : কয়েক দিন আগেই গোপীবল্লভপুরে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। ওই ঘটনায় মাথায় হেলমেট ছিল না বাইক আরোহীর। তারপরেই নড়েচড়ে বসল জেলা পুলিশ। বিনা হেলমেটে কেউ যেন বাইক না চালায়। কারণ এতে দুর্ঘটনার ফলে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। আর তারপরই বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা জুড়ে বিনা হেলমেটে গাড়ি চালানোর চেকিং শুরু হয়। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে এই চেকিং এ নেতৃত্বে ছিলেন জেলার ডিএসপি(ট্রাফিক) পারভেজ সরফরাজ।
সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর জের, নড়েচড়ে বসল জেলা পুলিশ, জারি হল জেলা জুড়ে বিনা হেলমেটে গাড়ি চালানোর চেকিং
বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
529