নিজস্ব প্রতিবেদন; দুরন্ত ছন্দে রয়েছেন এই ভারতীয় ক্রিকেটার, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে জায়গা না পেয়ে স্বাভাবিক ভাবে হতাশ হয়ে পড়েছেন তরুন ক্রিকেটার শুভমান গিল। শুভমানের বাদ পড়া নিয়ে সরব হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দলে শুভমন গিলকে না রাখা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।এছাড়া নির্বাচকদের পরিকল্পনা নিয়ে জোরাল প্রশ্ন তুলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের তিনটি দলের টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি একটিতেও জায়গা পাননি শুভমান গিল।ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে জায়গা না পেয়ে স্বাভাবিক ভাবে হতাশ হয়ে পড়েছেন এই তরুন ক্রিকেটার ।
জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ শুভমান গিল।
বৃহস্পতিবার,২৫/০৭/২০১৯
628
বাংলা এক্সপ্রেস---