টানা ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক


বুধবার,২৪/০৭/২০১৯
1151

কলকাতা : আগামী ৬ ও ৭ আগষ্ট টানা ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘট হতে চলেছে শহরে । ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়াকার্স ফেডারেশনেরর ডাকে এই ধর্মঘট হতে চলেছে। ট্যাক্সি ভাড়া ও ওয়েটিং চার্জ বৃদ্ধি সহ সাত দফা দাবিতে টানা ৪৮ ঘন্টা ট্যাক্সি ধর্মঘটের কথা বুধবার ঘোষণা করেন সিটুর রাজ্য সভাপতি অনাদি সাহু। তিনি বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন শিল্পে চরম দুর্দশা নেমে এসেছে। ভাড়া না বাড়ালে আর রাস্তায় ট্যাক্সি নামানো সম্ভব নয়। বাধ্য হয়েই তাই ধর্মঘটের রাস্তায় হাঁটতে হচ্ছে তাদের।

এদিন সিটুর রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্তারা হাজির হয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের পরিবহন সংশোধনী বিলের বিরুদ্ধে সোচ্চার হোন তারা। সিটুর রাজ্য সম্পাদক সুভাষ মুখার্জি বলেন অবিলম্বে এই সংশোধনী বিল বাতিল করা হোক।

6 ও 7 আগস্টের ট্যাক্সি ধর্মঘটে অন্যান্য ট্যাক্সি মালিক ও কর্মচারী সংগঠন গুলিকেও শামিল হওয়ার আহ্বান জানানো হয় ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়াকার্স ফেডারেশনের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের ট্যাক্সি সংগঠনকেউ এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান তারা।

https://youtu.be/OxJX7P4ts0A

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট