অনলাইনে আর মিলবেনা Vivo V15 এবং V15 Pro স্মাটফোন। দেশের প্রথম পপআপ ক্যামেরা যুক্ত এই ফোন লঞ্চের মাএ ছয় মাস পরে তুলে নেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে।যা ভারতের বাজারে জাঁকজমকভাবে চলছিল এই পপআপ ক্যামেরা যুক্ত স্মাটফোনটি। খবর পাওয়াগেছে যে, ইতিমধ্যে ভারতে এই সেট দুটির ম্যানুফ্যাকচারিংও বন্ধ হয়ে গিয়েছে। আর তার পরিবর্তে পরের মাসেই বাজারে লঞ্চ করতে চলেছে Vivo S1 স্মার্টফোনটি। এই ফোনটি বাজারে পুরোদমে চলে এলেই Vivo গুটিয়ে নেবে Vivo V15 and V15 Pro হ্যান্ডসেট দুটি,এটা পুরোপুরি নিশ্চিত না হলেও খবর পাওয়া গেছে।
Vivo এই মুহূর্তে যতটা সম্ভব হ্যান্ডসেট দুটির স্টক শেষ করতে চাইছে। এখন Vivo V15 এর মার্কেট প্রাইস ১৯,৯৯০ টাকা এবং 6GB + 128GB স্টোরেজের Vivo V15 Pro এর বাজারে দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে 8GB + 128GB স্টোরেজের এই Vivo V15 Pro সেটের দাম ২৯,৯৯০ টাকা। মর্কেটে Vivo V সিরিজের স্টক শেষ হলেই বাজারে পুরোদমে চলে আশবে Vivo S সিরিজ। তবে এটাউ খবর পাওয়া যাচ্ছে যে যেসমস্ত রিটেলারের কাছে এখনও অবধি স্টক রয়েছে তাতে আর কয়েক দিন চলতে পারে। কিন্তু অনলাইনে আর পাওয়া যাবেনা।