দুই ছিনতাই বাজকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ


মঙ্গলবার,২৩/০৭/২০১৯
641

নিউটাউন, রাজারহাট: দুই ছিনতাই বাজকে গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ। নিউটাউন, রাজারহাট এলাকায় বাইকে করে এই দুই ছিনতাই বাজ ছিনতাই করতো।ধৃত দুজনই নিউটাউন এর হাতিয়ারার বাসিন্দা।ধৃতদের নাম সাহিদ খান (১৮) আশরাফ আলি মন্ডল (১৯)। স্থানীয় সূত্র ধরে এই দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় বাইক।

পুলিশ সূত্রে খবর, ২১ জুলাই(রবিবার) রাত নটা নাগাদ নিউটাউন এর বাসিন্দা এক বৃদ্ধা এক্সিস মল থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় বাইকে করে দুই যুবক ওই বৃদ্ধাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । বৃদ্ধা পরে গিয়ে গুরুতর আহত হয়।তার হ্যান্ড ব্যাগ নিয়ে চম্পট দেয় ছিনতাই বাজরা। বৃদ্ধা নিউটাউন এর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন। এর পর নিউটাউন এর বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই মতো গতকাল সন্ধ্যে বেলায় এক্সিস মলের কাছে নাকা চেকিংয়ের সময় সন্দেহের বশে একটি বাইক ধরে সেই বাইকে দুজন ছিল।তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এটিএম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার হয়। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি পেলে পুলিশ আটক করে।জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা শিকার করে দুই যুবক।এরপর তাদের গ্রেফতার করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট