শ্রাবনেও ইলিশের দেখা নেই, হতাশ মৎস্যজীবীরা


মঙ্গলবার,২৩/০৭/২০১৯
808

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; মৎস্যজীবীরা আশা করেছিলেন এবার পর্যাপ্ত ইলিশ উঠবে। কিন্তু তা না হওয়ায় হতাশ ট্রলার মালিক ও মৎস্যজীবীরা।শ্রাবন মাসেও ইলিশের দেখা নেই। ফলে চিন্তায় মৎসজীবীরা । এই পরিস্থিতিতে দিঘা মোহনার মৎস্যজীবীরা আবহাওয়ার এই খামখেয়ালিপনাকেই দুষছেন। মৎস্যজীবী থেকে মাছ ব্যবসায়ী সকলেই একবাক্যে জানাচ্ছেন, বৃষ্টির দেখা নেই। ফলে ইলিশ তো বটেই, সমুদ্রের অন্যান্য মাছের তেমন আমদানি নেই দিঘা মোহনায়। ক্যালেন্ডারের পাতায় শ্রাবন মাস এলেও বৃষ্টির দেখা নেই ফলে দেখা মিলছে না ইলিশের। ভোজনরসিক বাঙ্গালীর পাতে এখনো আসেনি ইলিশ। প্রকৃতির খামখেয়ালিপনার ফলে এমন হচ্ছে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি বাঙালির অন্যতম প্রিয় মাছ এর এখনো সেইভাবে দেখা পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত যেভাবে প্রকৃতির বদল ঘটছে তাতে মৎসজীবীদের কপালে চিন্তার ভাঁজ। অনেকের মতে জালে ধরা পড়তে সমুদ্রের ইলিশের এখনও দিন পনেরো সময় লেগে যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট