ফের সংঘর্ষবিরতি উপেক্ষা করল পাকসেনা, মৃত্যু ভারতীয় জওয়ানের


সোমবার,২২/০৭/২০১৯
554

কাশ্মীর: ফের সংঘর্ষবিরতি উপেক্ষা করল পাকসেনা, মৃত্যু ভারতীয় জওয়ানের। কোনোরকম আলোচনা ছাড়াই সোমবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে সংঘর্ষবিরতি চুক্তি উপেক্ষা করে পাকিস্তান সেনা গুলি চালাল। আর এই পাকসেনার গুলিতে এদিন এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, উপত্যকার রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে পাকসেনাদের সাথে ভারতীয় সেনাদের মধ্যে গুলি ফলে তাতে মৃত্যু হয় এক নজাওনের কাশ্মীরের পুলিশ সূত্রে খবর,পাকসেনা এদিন ভোর সাড়ে ৬টা থেকে গোলাগুলি চালানো শুরু করে। পাকিস্থান সেনাদের মুল লক্ষ্য ভারতীয় সেনাঘাঁটি হলেও গ্রামের রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষও ফলে শনিবার পাকসেনাদের গুলিতে এক সাধারণ নাগরিক জখম হয়। এসে পড়ছে মাঝেমধ্যে পাক মর্টার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট