বিষাক্ত গাছ উচ্ছেদ ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন হল বেলিয়াবাড়া তে


সোমবার,২২/০৭/২০১৯
666

ঝাড়গ্রাম: গত কয়েকমাস আগেই গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়াতে মহিলাদের স্বনির্ভর করতে শুরু হয়েছিল সংস্কার কৌশল বিকাস কেন্দ্র। এখন চারিদিক ভরে গিয়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছে। আজ সকাল ৯টা নাগাদ সংস্কার কৌশল বিকাস কেন্দ্রের উদ্যোগে শুরু পার্থেনিয়াম উচ্ছেদ কর্মসূচী৷ গোপীবল্লভপুর ২নং ব্লকের কুঠিঘাট পর্যটন কেন্দ্রের কালী মন্দির প্রাঙ্গনে পার্থেনিয়াম পরিপূর্ণ ছিল। তারা প্রথমে সেই এলাকাটিকে সাফ করেন। বিষাক্ত গাছগুলিকে উচ্ছেদ করেদেন। তারপর সেই জায়গা তেই আম, মেহগানি, গামারিয়া গাছ লাগান।

এই উদ্যোগের প্রধান উদ্যোক্তা মনোজ বাগ জানান, অনেকদিন থেকেই লক্ষ করছিলাম গাছগুলি ক্রমে ক্রমে বেড়েই চলেছে। তাই আমাদের সেন্টার থেকে এইরকম উদ্যোগ নিয়েছি। এবং গাছের চারা নিজেরাই কিনে এনে লাগিয়েছি। সংস্কার কৌশল বিকাস কেন্দ্রের সদস্যরা জানান, আমার স্বইচ্ছায় এই উদ্যোগে অংশগ্রহণ করছি। আগামীদিনে আরও যত ধরনের উদ্যোগ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে নেবে প্রত্যেকটি তেই আমরা থাকবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট