পশ্চিম মেদিনীপুর:– সারা বাংলা মিড-ডে মিল কর্মচারী ইউনিয়ানের পক্ষ থেকে বারো দফা দাবির ভিত্তিতে বিডিও ডেপুটেশন সংগঠিত হল বেলদায়।মিড-ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি,বেসরকারীকরন সহ প্রায় বারো দফা দাবির ভিত্তিতে নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে ডেপুটেশন স্মারকলিপি জমা দেয় সংগঠনের মহিলারা।বেলদা কালিমন্দির থেকে মিছিল শুরু করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে পথসভা সংগঠিত করে।পরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয়।দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
সারা বাংলা মিড-ডে মিল কর্মচারী ইউনিয়ানের পক্ষ থেকে বারো দফা দাবির ভিত্তিতে বিডিও ডেপুটেশন সংগঠিত হল বেলদায়
সোমবার,২২/০৭/২০১৯
622