নিজস্ব প্রতিবেদন ; রবিবার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে স্ট্রেট গেমে পরাজিত হলেন ভারতীয় তারকা। চলতি মরসুমে তিনি প্রথম ফাইনালে উঠেছিলেন ইন্দোনেশিয়া ওপেনে। কিন্তু শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করেও পরাজিত হলেন পিভি সিন্ধু। জাতীয় ব্যাডমিন্টন কোচ পুল্লেলা গোপীচন্দও ছাত্রী ফাইনালে হেরে যাওয়ায় অতটা হতাশ নন। তিনি মনে করেন সিন্ধু যে ভাবে এই প্রতিযোগিতায় খেলেছেন, তাতে উন্নতিই চোখে পড়েছে। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া ওপেনে রানার্স হলেন পিভি সিন্ধু।
ইন্দোনেশিয়া ওপেনে পরাজিত হলেন পিভি সিন্ধু।
সোমবার,২২/০৭/২০১৯
629
বাংলা এক্সপ্রেস---