স্পাইডার নাকি স্পাইডার ম্যান।সোশ্যালমিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে এক মানুষ মুখি স্পাইডার।চিনে এই মানুষ মুখি স্পাইডারের খোঁজ পাওয়া যায়।এর গায়ের আঁচড় দেখলে মনে হয় পুরো মানুষের মুখ।২ টি চোখ,১টি নাক,১টি মুখ ঠিক যেমন মানুষের হয়। হুয়ান প্রদেশের এই মাকোড়শা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এবার স্পাইডার ম্যান নয় ভাইরাল হচ্ছে এই স্পাইডার। সোশ্যালমিডিয়ায় অনেক প্রশ্ন উঠেছে এই মাকোড়শা নিয়ে।
সোশ্যালমিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে এক মানুষ মুখি স্পাইডার
সোমবার,২২/০৭/২০১৯
1174